‘তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১ এর জমাদানের সময়বৃদ্ধি ১৫ মার্চ পর্যন্ত
প্রকাশন তারিখ
: 2021-02-01
‘তৃতীয় বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০২১’ -এ মানসম্মত দেশীয় স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র প্রক্ষেপণ এবং অনুধাবন করাসহ এর অন্তর্নিহিত ভাবের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। তরুণ প্রজন্মের মাঝে চলচ্চিত্র শিল্পের বিকাশ ও প্রসার লাভ করা এবং চলচ্চিত্রের দর্শকদের শিল্পসম্মত চলচ্চিত্র অবলোকন, অনুধাবন, ব্যাখ্যা, বিশ্লেষণ, আলোচনা ও সমালোচনার মাধ্যমে তাদের মধ্যে অন্তর্নিহিত মানবিক মূল্যবোধ সৃষ্টি করবে আমরা প্রত্যাশা করি।
অনলাইনে আবেদন ফরম পূরণসহ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্রটি নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে। \
যাচাই-বাছাইয়ের মাধ্যমে উৎসবে প্রদর্শিত কাহিনি ও প্রামাণ্য চলচ্চিত্র হতে জুরি বোর্ড কর্তৃক মনোনীত ২ বিভাগে ৩টি ক্যাটাগরিতে মোট ৬টি পুরস্কার প্রদান করা হবে।
পুরস্কারের অর্থমূল্য: শ্রেষ্ঠ চলচ্চিত্র ১ লক্ষ টাকা, শ্রেষ্ঠ নির্মাতা ৫০ হাজার টাকা ও বিশেষ জুরি ২৫ হাজার টাকা।
আবেদনপত্রের সাথে বাংলায় নির্মাতার জীবন-বৃত্তান্ত, পাসপোর্ট আকারের ছবি জাতীয় পরিচয়পত্র/ জন্মনিবন্ধন চলচ্চিত্রের কাহিনি সংক্ষেপ পোষ্টার (যদি থাকে) স্থিরচিত্র এবং সংশ্লিষ্ট কলাকুশলীর নাম অনলাইনে জমা দিতে হবে।
উৎসবে অংশগ্রহণকারী সকল নির্মাতাকে সনদপত্র প্রদান করা হবে।
শুধুমাত্র ২০১৯-২১ সালের মধ্যে নির্মিত স্বল্পদৈর্ঘ্য কাহিনি ও প্রামাণ্য চলচ্চিত্র জমা দেওয়া যাবে।
চলচ্চিত্র জমা দেওয়ার শেষ তারিখ : ১৫ মার্চ ২০২১
প্রয়োজনীয় তথ্যের জন্য যোগাযোগ:
কক্ষ নং ৬০১ ও ৬১০, (লিফটের-৫) জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি,
সেগুনবাগিচা, রমনা, ঢাকা-১০০০। ফোন: ০১৭১৮১৪৩৬৩৯, ০১৬১২৪৭৩৪৩৩, ০১৬৮৪২৩৬৮৮৮
Share with :
মহাপরিচালক
লিয়াকত আলী লাকী
লিয়াকত আলী লাকী দেশের সাংস্কৃতিক আন্দোলনের একজন প্রথিতযশা ব্যক্তি। ন...